অগুনত ছোবা গেইল ঘর, আউকাসাং বারবিশার দক্ষিণ রামপুর গ্রাম’ত
দেবাশীষ রায়, কুমারগ্রাম, ২০ মার্চঃ রবিবার বিকালে কুমারগ্রাম ব্লকের বারবিশার দক্ষিণ রামপুর এলাকার একটা বাড়িত অগুন লাগিবার ঘটনাত খিব আউকাশাং ছড়াইল এলাকাত। জানা গেইসে, এদিন বিকাল ৪টা নাগাদ স্থানীয় বাসিন্দা মৃণাল দাসের বাড়ির একটা ঘরত আগুন লাগে। ঘরের ভেতর থাকি একটি সিলিং ফ্যানত ধোঁয়া দেখির পায় মৃণাল দাস। সাথে সাথে ঘরত অগুন ধরি যায়। ঘরের ভিতরত থাকা সমস্ত জিনিসপত্র ছোবা যায় । অগুন লাগার খবর জানাজানি হবার সাথে সাথে স্থানীয় মানষিগিলা ওই বাড়িত আসি অগুন নিভিবার কাজত হাত লাগায়। খবর পায়া ওই বাড়িত উপস্থিত হয় বারবিশা দমকল কেন্দ্রের কর্মীলা। উমরা অগুন সাথে সাথে নিয়ন্ত্রণে আনে । সইন্ধ্যাবেলা ক্ষতিগ্রস্ত ওই বাড়িত যায় কুমারগ্রামের বিডিও মিহির কর্মকার। বিডিও ওই পরিবারের সদস্য গিলাক বিভিন্ন ত্রাণসামগ্রী তুলি দেয় । এই বিষয়ে বিডিও মিহির কর্মকার জানায়, খুব দুঃখজনক একটা ঘটনা। আগুনত কাহোর প্রাণহানি ঘটনা ঘটে নাই। প্রশাসনের তরফ থাকি কিছু ত্রাণসামগ্রী তুলে দেওয়া হইল। ওই পরিবারটা যেন সরকারিভাবে ক্ষতিপূরণ পায়, সে বিষয়টা দেখা হচে।