অগুন’ত ছোবা যায়া ছাই হয়া গেল ধূপগুড়ি বাজার
নিজস্ব প্রতিবেদক,ধূপগুড়ি: ঠিক কুন সময় অগুন নাগে এলাও জানা যায় নাই। অগুন মুহুর্তের মইধ্যে ছড়ি পড়ে বাজার জুড়ি। অনেক ব্যবসায়ী শ্যাষ সম্বল যেকিনা আছিল বাঁচেবার খিব চেষ্টা করিসে। ছোট দোকানগিলার কোন কিছুই বাঁচি নাই। একে অবস্থা বড়ো দোকানলারও। কারো মাথাত হাত, কারো চোখুত জল। ধূপগুড়ি বাজারের কাপড়পট্টির অবস্থা এই মুহূর্তে ছাইয়ের ভিড়া হয়া আছে। খবর পাওয়া মাত্র ধূপগুড়ি দমকল কেন্দ্র থাকি সবকয়টা ইঞ্জিন নিয়া হাজির দমকল বাহিনী। অগুন নিভাইতে জল শ্যাষ হয়া যায় দমকলের। জলের আকাল পড়ি গেইসে। ধূপগুড়ি শহরের বুকত কোন জলাশয় আর নাই, সব মঞ্জে দিয়া বড়ো বিল্ডিং তৈয়ার হইসে। জল আনিতে দমকলের ইঞ্জিন’ক ছুটির নাগিল নদীর পাখে। কয়েক হাত দূরত থাকা ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থল পহুছাইসে, পহুছাইসে বিধায়ক মিতালী রায়। কিন্তু অগুনের হাত থাকি রক্ষা পাইল না ধূপগুড়ি বাজার। ছোট বড়ো দোকান মিলি চল্লিশ পঞ্চাশটা দোকান ছাই হয়া গেল। রাতি থাকি সকাল অবদি চলেছে অগুন নিয়ন্ত্রণ আনিবার চেষ্টা।