অগ্নিকান্ডের জেরে পুড়ল এক বৃদ্ধার ঘর
সর্বস্ব হারিয়ে সর্বস্বান্ত বৃদ্ধা মহিলা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের মানিকচক ব্লকের মথুরাপুর ফতেনগর এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। জানা গেছে, বুধবার দুপুরে বৃদ্ধা মহিলা গুল্ল মন্ডল উনুনে দুপুরের খাবার রান্না করছিল। আর সেই উনুনের আগুন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরে গোটা ঘরে। আগুনের তীব্রতায় ঘরের ভিতরে থাকা আসবাবপত্র, জামাকাপড়, খাদ্য সামগ্রী এবং নগদ টাকা পুরে যায় বলে জানা গেছে। বৃদ্ধা মহিলার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে এবং আগুন নিভানোর কাজে ঝাপিয়ে পরে। স্থানীয় লোকজনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বৃদ্ধা মহিলাটি। বর্তমানে তাকিয়ে সরকারি সাহায্যের দিকে।