অটো চালকের সততা ও ট্র্যাফিক গার্ডের তৎপরতায় প্রফেসরের খোয়া যাওয়া ব্যাগ ফিরে পেলেন
শিলিগুড়ি,১৫ জুলাইঃ এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন এক সৎ অটোচালক এবং শিলিগুড়ির জাংশন ট্র্যাফিক গার্ডের তৎপরতা। কলেজের প্রফেসর প্রথিষ্ঠা দেববন যে মূল্যবান ব্যাগটি অজান্তে অটোতে ফেলে এসেছিলেন, তা অক্ষত অবস্থায় ফিরে পেলেন। ব্যাগে ছিল ল্যাপটপ, আইপ্যাড, এটিএম কার্ড ও গুরুত্বপূর্ণ নথিপত্র, যা ফেরত পেয়ে প্রফেসরের মুখে আবার হাসি ফোটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার দিন কলেজ ছুটির পর প্রফেসর প্রথিষ্ঠা দেববন ডন বস্কো মোড় থেকে একটি অটোতে চেপে দার্জিলিং মোড়ে নামেন। সেই সময় তাড়াহুড়োয় তিনি তাঁর ব্যাগটি অটোতে ফেলে যান। বাড়ি পৌঁছে বিষয়টি বুঝে দারুণ চিন্তিত হয়ে পড়েন, কারণ ব্যাগে বহু জরুরি ও মূল্যবান জিনিস ছিল।
অন্যদিকে, অটো চালক এম ডি শামসের যখন খাবারের জন্য বাড়ি যান, তখন অটোর পিছনের সিটে পড়ে থাকা ব্যাগটির দিকে তার নজর যায়। তিনি দেরি না করে এক বন্ধুর সহায়তায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের জাংশন ট্র্যাফিক গার্ডের সঙ্গে যোগাযোগ করেন এবং ব্যাগের কথা জানান।
পরে ট্র্যাফিক গার্ডের এসআই টিটু সাহা ও তাঁর দল ব্যাগটি পরীক্ষা করে এক যোগাযোগ নম্বর পান। সেই নম্বরের মাধ্যমে প্রফেসর প্রথিষ্ঠা দেববনের সঙ্গে যোগাযোগ করে তাঁকে জাংশন ট্র্যাফিক গার্ড অফিসে ডাকা হয়। প্রফেসর সেখানে গিয়ে তাঁর হারানো ব্যাগটি বুঝে পান।
প্রফেসর জানান, কলেজ ছুটির পর তাড়াহুড়োয় ব্যাগটি অটোতে ফেলে যান। প্রথমে তিনি ভক্তিনগর ট্র্যাফিক গার্ডের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু ফিরে পাওয়ার আশা খুব একটা ছিল না। পরে জাংশন ট্র্যাফিক গার্ড থেকে ফোন পেয়ে তিনি খুশিতে অভিভূত হন।
অটোচালক এম ডি শামসের সততা ও সাহায্যের জন্য প্রফেসর কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে এসআই টিটু সাহা ও তাঁর দলের দ্রুত পদক্ষেপের জন্যও তিনি ধন্যবাদ জানান এবং বলেন, তাঁদের তৎপরতা ও সতর্কতার ফলেই ব্যাগটি তিনি ফিরে পেয়েছেন।
