অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রী তৃণমূলের যোগদানের জল্পনা রাজনৈতিক মহলে
অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রী,হতভম্ব মহারাজ, তৃণমূলের যোগদানের জল্পনা রাজনৈতিক মহলে।
সবেমাত্র লোকসভার ভোট শেষ হয়েছে, কোচবিহার লোকসভার ভোটে জয় হয়েছে তৃণমূলের। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মহারাজের বাড়িতে আগমন। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়।
মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজের বাড়ি থেকে বার হতেই, সাংবাদিকদের একাধিক প্রশ্নের সম্মুখীন মহারাজ।
একের পর এক চলে প্রশ্ন -উত্তর পর্ব।
তৃণমূলের যোগদান প্রসঙ্গ, অনন্ত মহারাজ বলেন, “আমার মতি মরে গেছে নাকি , আমি কোন পলিটিক্যাল দলে নেই “
তৎক্ষণাৎ সাংবাদিকদের প্রশ্ন,
আপনি তো বিজেপি সাংসদ, মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে
প্রশ্নের উত্তর দিলেন অনন্ত, “আমি পশ্চিমবঙ্গে আছি… low and order তো ওনার হাতে উনি যদি আসতে চাই আমি কি করবো ?? “
গৃহস্থি মতে আপ্যায়ন করেছি শুধুমাত্র।
তৃণমূলের যোগদানের প্রসঙ্গে উড়িয়ে দিলেন গ্রেটার নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। এমনকি এদিন তাকে কোচবিহারের সিতাই বিধানসভার উপ নির্বাচনের তৃণমূল প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়ার কথা হলে কি করবেন? বলতেই রেগে যান অনন্ত মহারাজ। তিনি বলেন, আমি বিজেপির রাজ্য সভার সাংসদ। ঐ রাজ্য সভায় একমাত্র রাজারাই বসবে। আমি ঐ রাজসভায় গিয়েছি, লোকসভা যায়নি। আপনারা যদি বলেন আমি এমএলএ হব! আমার কি মস্তিষ্ক খারাপ হয়ে গেছে।