অনাথ ছয় সারমেয় শাবকের দায়িত্ব নিলেন ৫ মানবিক মুখ
বিজয় চন্দ্র বর্মন, মেখলিগঞ্জ, ১ ডিসেম্বরঃ মা হারার যন্ত্রনা মানুষের মতোই বাকি প্রানীদেরও। জন্মের দু দিন পরেই মা কে হারিয়ে অনাথ হলেন ছয় সারমেয় শাবক। আর এই ছয় শাবককে বাঁচিয়ে রাখতে এগিয়ে এলেন জামালদহ বাজারের বেশ কয়েকটি মানবিক মুখ। মা হারানোর যন্ত্রনা যাতে ওরা বুঝতে না পারে তার জন্য তাদের খাওয়ানো, যত্ন ও সুরক্ষার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন জামালদহ বাজারের পাপান ওরফে উদয়ন ঘোষ, রাকেশ সরকার, অপূর্ব সরকার, রাজু দাস ও কৃষ্ণকান্ত সরকাররা। বাজার থেকে দুধ কিনে বাটে করে সারমেয় শাবকদের খাইয়ে দিচ্ছে তারা। তাদের কথায়, শাবক গুলোর এখনও চোখ ফোটেনি। জন্ম গ্রহন করে তারা মায়ের মুখ দর্শন করতে পারেনি। মানুষের বাচ্চার মতোই তাদের কান্না ব্যথিত করেছে। শাবকদের বাঁচিয়ে রাখার দায় আমরা এড়িয়ে যেতে পারিনা। অবলা শাবকদের যাতে শিয়াল কুকুরে মেরে না ফেলে তার জন্যই আমরা যাবতীয় দায়িত্ব তুলে নিয়েছি। বড় না হওয়া পর্যন্ত আমাদের এই দায়িত্ব জারি থাকবে।