অনিয়মিত বেতন, ধর্ণায় ব্যাংকের নিরাপত্তা কর্মীরা

Posted by : Kshiroda Roy

বাপ্পা রায়, ময়নাগুড়ি: অনিয়মিত বেতন দেওয়ায় কর্তৃপক্ষের কাছে জবাব চেয়ে ধর্ণায় বসলেন ব্যাংক সিকিউরিটি গার্ডরা। সোমবার ময়নাগুড়ি সহ বিভিন্ন এলাকায় থাকা একটি প্রাইভেট সংস্থার সিকিউরিটি গার্ডরা এই ধর্ণা প্রদর্শন করেন তাদের নির্দিষ্ট কর্মস্থানে। কর্মরত বেসরকারি সংস্থার সিকিউরিটি গার্ডদের অভিযোগ, তাদের কয়েক মাস যাবত অনিয়মিত বেতন দেওয়া হচ্ছে। ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন। এমনকি ২০১৮ সালের আগস্ট মাসের পিএফ এর টাকা জমা করে নি বলেও কর্তৃপক্ষের কাছে জবাব চেয়ে কর্মবিরতি দিয়ে ধর্ণায় বসেন তারা। এছাড়াও তাদের এক মাসের মধ্যে ২৪ দিনের বেতন কেন দেওয়া হয় তারও জবাব তারা চান। সোমবার এই দাবি গুলিকে সামনে রেখে অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে এই অনশন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন। বিভিন্ন জেলার পাশাপাশি এদিন ময়নাগুড়ির দুর্গাবাড়ি সংলগ্ন এলাকায় অবস্থিত একটি বেসরকারি ব্যাংকের সিকিউরিটি গার্ড রাও অনশনে সামিল হন। যদিও কর্মবিরতি কিছুটা থাকার পরে ধর্ণা তুলে নেওয়ার নির্দেশ দেন অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়ন। রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদক অপূর্ব বন্দ্যোপাধ্যায় বলেন, ” মূলত ৪টি দাবিকে সামনে রেখে আমরা গোটা রাজ্য সহ পার্শ্ববর্তী সিকিম রাজ্যেও এই ধর্ণা প্রদর্শন করি। কিন্তূ পরে আমাদের নির্দিষ্ট সংস্থা থেকে আশ্বাস দেন এবং আমরা আপাতত ধর্ণা তুলে নিলাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *