অপরাধ কমাতে অভিনব উদ্যোগ,সাইকেল পেট্রোলিং পুলিশের
পরিমল বর্মন ঘোকসাডাঙ্গা দোসরা সেপ্টেম্বর :থানা এলাকায় বিভিন্ন অপরাধ কমাতে প্রতিদিন রাত্রে সাইকেল পেট্রোলিং ডিউটি করবে পুলিশ। সেইমতো ঘোকসাডাঙ্গা থানা এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিশেষ টিম তৈরি করছে ঘোকসাডাঙ্গা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রাত্রিবেলা অনেক সময় ভ্যান বা বাইক পেট্রোলিং এ অপরাধকারী রা সচেতন হয়ে যায় এবং সুযোগ বুঝে বিভিন্ন অপরাধ কর্মে লিপ্ত হয়। তাই ভ্যান এবং বাইক পেট্রোলিং এর পাশাপাশি ঘোকসাডাঙ্গা পুলিশের পক্ষ থেকে সাইকেল বাহিনী টিম এর ব্যবস্থা করা হয়েছে। এই সাইকেল বাহিনী প্রতিরাত্রে একটা টিম করে থানা এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে রাত্রেবেলা টহল দেবে। এই টিমের প্রত্যেকের কাছে লাঠি, টর্চ লাইট যেমন থাকবে পাশাপাশি ফোনের সাহায্যে মনিটরিং করবে থানা। কোনরকম অপরাধমূলক ঘটনা সামনে আসলে সঙ্গে সঙ্গে এই সাইকেলটিম থানায় খবর দেবে এবং খুব দ্রুত তার সমাধান করতে পারবে পুলিশ। মূলত থানা এলাকায় অপরাধ কমাতে অপরাধ দমন মুলক এই ব্যবস্থা বলে ঘোকসাডাঙ্গা পুলিশ সূত্রে জানা যায়।