অবশেষে তৃনমূল কংগ্রেসের সবুজ সংকেত

সঞ্জয় কুমার বর্মন মাথাভাঙ্গা: মাথাভাঙ্গা ১নং ব্লকের হাজরা হাট গ্রাম পঞ্চায়েতের অনাস্থা প্রত্যাহার করেন গ্রাম পঞ্চায়েতের ৭ জন সদস্য। তৃনমূল পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতের তৃনমূলের ৭ জন গ্রাম পঞ্চায়েতের সদস্য গত ২৭ শে আগস্ট ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান শেফালি বর্মণের বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েতের সদস্য দের সঙ্গে অসহযোগিতা করার জন্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন। এর পর দলের নির্দেশে শুক্রবার ওই ৭ জন সদস্য অনাস্থা প্রত্যাহার করে মাথাভাংগা ১নং ব্লকের বিডিও সম্বল ঝার কাছে চিঠি দেন । এর ফলে ওই গ্রাম পঞ্চায়েতে অনাস্থা হচ্ছে না বলে প্রশাসন সুত্রে জানা গেছে। ওই গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা ১১ জন। তার মধ্যে ৭ জন সদস্য এই অনাস্থা এনেছিল। পড়ে এই নিয়ে তৃনমূলের পক্ষ থেকে হুইপ জারি করা হয় কোন গ্রাম পঞ্চায়েতে অনাস্থা আনা যাবে না। এই নিয়ে দলের মধ্যে অস্বস্তি বাড়ে। পড়ে তৃনমূলের জেলা সভাপতি গিরিন্দ্র নাথ বর্মণের হস্তক্ষেপে অনাস্থা তুলে নেওয়া হয়।
এ দিকে ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য মনেস্বর বর্মণ বলেন দলীয় নির্দেশ ও আলোচনার মাধ্যমে তারা অনাস্থা প্রত্যাহার করে নেন। তৃনমূলের জেলা সভাপতি গিরিন্দ্র নাথ বর্মণ বলেন তৃনমূল পরিচালিত কোন গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা আনা যাবে না এবং দলীয় নির্দেশে হাজরা হাট ২ নং গ্রাম পঞ্চায়েতে তাদের সদস্যরা অনাস্থা প্রত্যাহার করেন এবং জেলা অন্যান্য গ্রাম পঞ্চায়েত গুলি থেকে সোম বারের মধ্যে অনাস্থা প্রত্যাহার করতে হবে । তিনি জানান যদি সদস্যাদের মধ্যে কোন সমস্যা থাকে টা হলে আলোচনার মাধ্যমে মেটানো হবে।। এ দিকে মাথাভাঙ্গা ১ নং ব্লকের বিডিও সম্বল ঝা বলেন হাজরা হাট ২ নং গ্রাম পঞ্চায়েতে ৭ জন সদস্যরা অনাস্থা এনেছিল এর পর শুক্রবার ওই সদস্যরা অনাস্থা প্রত্যাহার করেন এবং তিনি প্রাপ্তি স্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *