অবস্থান কর্মসূচি
অপু দেবনাথ, হলদিবাড়ি: অবিলম্বে বিদ্যালয়ে পঠন পাঠন চালু এবং জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবি সামনে রেখে হলদিবাড়ি বিদ্যাসাগর মূর্তির পাদদেশে বিদ্যাসাগরের জন্মদিন পালন এবং শিক্ষা বাঁচাতে অবস্থান করল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির হলদিবাড়ি শাখা। এদিন বেলা ১২টায় অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মানুষ সহ ব্লকের বিভিন্ন প্রান্তের শিক্ষক ,আইসিডিএস কর্মীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল জলিল সরকার,বাসুদেব বিশ্বাস,শঙ্কর গাঙুলি ,পার্থ ভট্টাচার্য্য সহ আইসিডিএস কর্মী মৌসুমি সোম । দুঘন্টা ধরে অনুষ্ঠান চলে। বক্তারা অবিলম্বে বিদ্যালয়ে পঠনপাঠন চালুর জোরালো দাবি রাখেন। এছাড়াও জাতীয় শিক্ষানীতি কীভাবে শিক্ষার সর্বনাশ করবে সার্বিক বেসরকারিকরণের মধ্যে দিয়ে তা বক্তারা তুলে ধরেন। জনগণকে এই শিক্ষা আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানানো হয় । হলদিবাড়ি হাই স্কুলের প্রাক্তন শিক্ষক বাসুদেব বিশ্বাস জানান,বিদ্যালয়ে পঠনপাঠন বন্ধ রাখা এক ধরনের নিষ্ঠুরতা। শিক্ষা বাঁচাতে বিদ্যালয় খোলা হোক। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির হলদিবাড়ির আহ্বায়ক আব্দুল জলিল সরকার জানান,শিক্ষা বাঁচাতে আমাদের কমিটি পরবর্তীতে আরো কর্মসূচী গ্রহণ করবে। সর্বস্তরের ছাত্র শিক্ষক অভিভাবক সহ শিক্ষানুরাগীদের শিক্ষা আন্দোলনে এগিয়ে আসার অনুরোধ জানাই।