অবস্থান বিক্ষোভে সামিল বিধায়ক হিতেন বর্মন
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা,৮ জুলাই: তৃনমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন ধারাবাহিকভাবে চলছে। ৬ জুলাই থেকে ২১ শে জুলাই পর্যন্ত কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ, মিছিল প্রভৃতি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেন শিতলখুচী বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিতেন বর্মন। তারেই প্রেক্ষিতে এদিন মাথাভাঙ্গা ১ নং ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বিধায়কের নিজ বাসভবনে অবস্থান বিক্ষোভে সামিল হন। তিনি জানান কেন্দ্র সরকারের জনস্বার্থ বিরোধী নীতি ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাস সহ বিভিন্ন সংস্থা বেসরকারিকরণের প্রতিবাদে আজকের এই অবস্থান বিক্ষোভ।