অবৈধভাবে পার্কিং অবস্থায় থাকা ট্রাকে আগুন, ক্ষোভ বাড়ছে স্থানীয়দের
রামপ্রসাদ মোদক, ফুলবাড়ি ১৬ জানুয়ারি: ভোররাতে অবৈধ পার্কিং করে থাকা ট্রাকে হঠাৎ আগুন অল্পের জন্য রক্ষা পেল এলাকার কয়েকটি বাড়ি ।এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে ফুলবাড়ি এলাকায়। ফুলবাড়ির আমাই দীঘি এলাকায়, ভোর রাতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে হঠাৎ আগুন ধরে যায়। আগুন দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভাতে থাকেন। খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানা ও শিলিগুড়ি দমকল বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও শিলিগুড়ি দমকল বিভাগের একটি ইঞ্জিন। তারা দীর্ঘক্ষন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ট্রাকটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে। কি কারণে আগুন লেগেছে ও কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ এই এলাকায় যত্রতত্র দূরপাল্লার ট্রাক দাঁড়িয়ে থাকছে। দূরপাল্লার গাড়ি গুলিতে নেই আগুন নেভানোর মত সরঞ্জাম। ফলে বিভিন্ন সময়ে দেখা যায় ট্রাকে আগুন লেগে ক্ষতি হচ্ছে এলাকার বাড়ির। ফুলবাড়ি থেকে আমাই দীঘির মোড় পর্যন্ত বেআইনিভাবে রাস্তার দু’পাশে প্রত্যেকদিন একশরও বেশি ট্রাক অবৈধভাবে পার্কিং করছে।