অবৈধ মদের কারখানায় হানা, বিপুল পরিমাণ মদ ও মদ তৈরির সামগ্রী উদ্ধার
বেলাকোবা,রাজগঞ্জ: সুনির্দিষ্ট সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে রাজগঞ্জ থানার অন্তর্গত বেলাকোবা ফাঁড়ির মালিভিটা এলাকার বাসিন্দা সবুল রায়ের বাড়িতে পুলিশ হানা দেয়। সেখানে বিপুল পরিমাণ চোলাই মদ এবং মদ তৈরির উপকরণ উদ্ধার হয়। আর এই গোটা অভিযান চালানো হয় বেলাকোবা ফাঁড়ির ওসির নেতৃত্বে।
অভিযানে উদ্ধার হয়—
প্রায় ১১০ লিটার চোলাই মদ, যা ৬টি প্লাস্টিকের জারে রাখা ছিল।
“KOBO” লেবেলযুক্ত মোট ১১৩টি ইস্টের প্যাকেট (প্রতিটি ৫০০ গ্রাম ওজনের)।
প্রায় ৯৬ কেজি গুড়, ২৪টি আলাদা পলিথিন ব্যাগে সংরক্ষিত ছিল।
বিভিন্ন আকারের ৮টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি।
৪টি অ্যালুমিনিয়ামের ফানেল।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় বাড়ির মালিক সবুল রায় উপস্থিত ছিলেন না। তার স্ত্রী শ্রীমতি রঞ্জিতা রায় এই সামগ্রী পুলিশের সামনে বের করেন। এছাড়াও ঘটনাস্থল থেকে প্রায় ২১০০ লিটার ফারমেন্টেড ওয়াশ প্লাস্টিকের জারে রাখা অবস্থায় পাওয়া যায়, যা পরে নষ্ট করা হয়েছে।
এই ঘটনায় রাজগঞ্জ থানায় প্রয়োজনীয় ধারায় নির্দিষ্ট মামলা রুজু হয়েছে। পুলিশ মদ বিরোধী অভিযানে বড় সাফল্য পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
