অবৈধ রিহ্যাব বন্ধের দাবিতে মিছিল
নিউজ ডেস্ক,জলপাইগুড়ি: জলপাইগুড়ির পান্ডাপাড়া রি হ্যাব সেন্টারে ভর্তি থাকায় বৃহস্পতিবার মৃত্যু হয় ময়নাগুড়ি শহিদ গড় এলাকার বছর ষোলোর ময়ূখ গুহর। হোম কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করেন তার পরিবার। শনিবার ময়নাগুড়ির অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি চেয়ে প্রতিবাদ মিছিল এবং মানববন্ধন করলেন ময়নাগুড়ির নাগরিক সমাজ। এদিন তারা ময়নাগুড়ির শহরে ময়ূখ গুহের আত্মারও শান্তিকামনা করে মোমবাতি প্রজ্জ্বলন করেন। প্রসঙ্গত, ময়নাগুড়ি শহীদগড় এলাকার কিশোর ময়ুখ গুহ মোবাইল গেমে অতিরিক্ত আসক্তির জন্য জলপাইগুড়ির রি-হ্যাব সেন্টারে ভর্তি করা হয়।কিন্তু বৃহস্পতিবার ময়ুখের অস্বাভাবিক মৃত্যু হয়। হোম কর্তৃপক্ষকে অভিযুক্ত করে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার।
পরিবারের লিখিত অভিযোগের পর বৃহস্পতিবার রাতে রি-হ্যাব সেন্টারে অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় দুজনকে। সেন্টারের অন্য আবাসিকদের সেন্টার থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। তাদের পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হবে বা অন্য কোনো সরকারি হোমে রাখা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।