অভিনন্দন জানিয়ে পথসভা
নিউজ ডেস্ক, ময়নাগুড়ি: শনিবার ময়নাগুড়ি ট্রাফিক মোড়ে সারা ভারত কৃষক খেত মজুর সংগঠনের পক্ষ থেকে কৃষক আন্দোলনের জয়ের জন্য সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়ে একটি পথসভা হয়। বিকাল সাড়ে চারটায় শুরু হয় এই পথসভা। তিনটি কালা কৃষি আইন বাতিলের পাশাপাশি বিদ্যুৎ বিল ২০২১ বাতিলের দাবি জানান বক্তারা। তারা দাবি করেন, কালোবাজারি বন্ধ করে অবিলম্বে সঠিক মূল্যে কৃষকদের সার,বীজ কীটনাশক দিতে হবে। সরকারী প্রকল্পের বীজ কীটনাশক ইত্যাদি মরসুম শুরুর অন্তত একমাস আগে কৃষকদের বিতরণ করতে হবে।প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে ধান কিনতে হবে সহ প্রভৃতি বিষয়। এদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক খেত মজুর সংগঠনের জেলা সভাপতি সুরেশ চন্দ্র রায়, রামপ্রসাদ মন্ডল সহ প্রমুখরা।