অভিনব কায়দায় পালিত হল জন্মদিন!
নিউজ ডেস্ক,দিনহাটা:নিজের স্ত্রীর জন্মদিন একটু বিশেষভাবে পালন করলেন দিনহাটার বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডঃ অজয় মণ্ডল। এদিন ডাক্তার অজয় মন্ডলের স্ত্রী মধুমিতা মন্ডল এর জন্মদিন উপলক্ষে দিনটিকে অসহায় দুঃস্থ মানুষদের সঙ্গে ভাগ করে নিলেন এই চিকিৎসক। স্ত্রীর জন্মদিন উপলক্ষে ছিল দিনহাটা বোর্ডিং পাড়ার মাঠে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে কেক কেটে মধুমিতা মন্ডল এর জন্মদিন পালনের পাশাপাশি অন্যদিকে চলছিল খাওয়া-দাওয়ার এলাহী আয়োজন। তবে আর পাঁচটা জন্মদিনের মতোই এই জন্মদিনের অতিথিদের তালিকা ছিল একটু ভিন্ন। সমাজের উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন যখন নিজের জন্মদিন নিজ বন্ধু-বান্ধব সহ সমাজের উঁচু শ্রেণীর মানুষদেরকে নিয়ে পালনে ব্যস্ত তখন একটু ভিন্ন পথে হাঁটলেন দিনহাটার এই ডাক্তার বাবু। স্ত্রীর জন্মদিনে অতিথি হিসেবে আপ্যায়ন করলেন দিনহাটা শহরের চার শতাধিক অসহায় দুঃস্থ মানুষদের। তাদের মধ্যাহ্নভোজন করার পাশাপাশি দিলেন বেশ কিছু মানুষকে শীতবস্ত্র উপহার। এ বিষয়ে ডাক্তার অজয় মণ্ডল জানান প্রতিবছরের মতো এবারও স্ত্রী মধুমিতা মন্ডল এর আবদারে দুস্থ অসহায় মানুষদের সাথে নিয়ে তার স্ত্রীর জন্মদিনটি বিশেষভাবে উদযাপন করলেন। আর নিজের জন্মদিন এভাবে উদযাপিত হতে দেখে বিশেষ ভাবে আপ্লুত মধুমিতা মন্ডল। তিনি জানান তিনিও চান শুধু এবারেই নয় প্রতিবছরই যেন এভাবেই অসহায় দুঃস্থ মানুষদেরকে পাশে নিয়ে তিনি তার জন্মদিন পালন করতে পারেন।