অল ইন্ডিয়া আর্চারি টুর্নামেন্ট(সাই) প্রথম স্থান আমগুড়ির কনিকার
পার্থ সারথী রায়, ময়নাগুড়ি:হরিয়ানায় অনুষ্ঠিত অল ইন্ডিয়া আর্চারি টুর্নামেন্ট(সাই) প্রথম স্থান আমগুড়ি রামমোহন হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী কনিকা রায়ের। কনিকা ৫০ মিটারে প্রথম স্থান ও ৩০ মিটারে দ্বিতীয় স্থান পায়। কনিকার বাড়ি আমগুড়ি বাজার সংলগ্ন কোয়ার্টার মোরে, বর্তমানে জলপাইগুড়ি সাই এ আবাসিক হোস্টেল এ থেকে শারীর শিক্ষক মজরুল হক এর তত্ত্বাবধানে অনুশীলন করে। আমগুড়ি রামমোহন উচ্চ বিদ্যালয় এর শারীর শিক্ষক পার্থ প্রতিম রায় প্রধান রায় বলেন কনিকা দারিদ্র্য ঘরের মেয়ে আমারা ওর সাফল্য খুশি অনেক দুর এগিয়ে যাক এই আশা রাখি, দু বছর আগে স্কুল থেকে ৯জন ছাত্রী কে সাই এ পাঠায় কিন্তু সবাই চলে আসলে কনিকা এখনো আছে।
কনিকা র বাবা কর্ন দেব রায় টোটো চালক মা মানষী রায় গৃহ বধু টানা পরনের সংসার কনিকা র বাবা কর্ন দেব রায় জানায় মেয়ের সাফল্য আমরা সবাই খুব খুশি কিন্তু আমাদের অভাবের সংসার টোটো চালিয়ে যা আয় হয় তা দিয়ে সংসার চলে কনিকা কে ভালো ভাবে সাহায্য করতে পারিনা তবে স্কুলের শিক্ষক রা সাহায্য এগিয়ে এসেছে।