অল বেঙ্গল ক্যারাটে চাম্পিয়ন সিভে ময়নাগুড়ির ১ টি সোনা 4 টি সিলভার পদক
পার্থ সারথী রায়, ময়নাগুড়ি:অল বেঙ্গল ক্যারাটে চাম্পিয়ন সিভে ১ টি সোনা 4 টি সিলভার জিতল ময়নাগুড়ি । বিতা
, ১৮ ডিসেম্বর,ফালাকাটা বেসিক স্কুল মাঠে প্রায় 800জন প্রতিযোগি নিয়ে এই চাম্পিয়ন সিভ হয়।প্রায় পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলা থেকে প্রতিযোগিরা অংশগ্রহণ করে।ময়নাগুড়ি স্পোর্টস ক্যারাটে এক্যাডেমি থেকে ১২ জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করে।
দুই ইভেন্ট, কাতা & কুমিতি , দুই ইভেন্টের মধ্যে অঞ্জলি রায় (১৩+)১ জন সোনা পেয়েছে ,হিমানী রায় ও বৃষ্টি রায়, মানষি তরফদার,সুবোধ মন্ডল,দুই ইভেন্টে সিলভার পেয়েছে। বাকি 7 জন ব্রোঞ্জ পেয়েছে। ময়নাগুড়ি ক্যারাটে & স্পোর্টস একাডেমী র সম্পাদক কাশি দেবনাথ বলেন আমরা গ্রাম থেকে প্রতিভা তুলে আনার চেষ্টা করি তার সাথে মেয়েরা যাতে নিজের সেলভ ডিফেন্স করতে পারে সেই দিক টাও নজর রাখি, ভবিষ্যতে যাতে আমাদের ছাত্র/ছাত্রীরা বড়ো ন্যাশনাল ইনটার ন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে সেই আশা করি।