অল বেঙ্গল পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় ১৯ টি পদক জয় জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের ।
ময়নাগুড়ি, ২২ মে : মেদিনীপুরের মীর বাজার মল্লিক চকে অনুষ্ঠিত হয় সারা বাংলা পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ । গত ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন জেলার পাশাপাশি এই প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলার ৬ জন ও দার্জিলিং জেলার ৫ জন অংশগ্রহণ করেন। সেই প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলা থেকে বিভিন্ন বিভাগে মোট ১৯ টি পদক জয় লাভ করেন। জানা যায়, তাদের মধ্যে ৭৭ কেজি ক্যাটাগরিতে মাষ্টার ১ এ অমল চন্দ্র রায় ১ টি সোনা ও ১টি রুপা, প্রদীপ বর্মন ১ টি ব্রোঞ্জ, ৬৯ কেজি জুনিয়র ক্যাটাগরিতে শান্তুনু নিয়োগী ১ টি রুপা, প্রনবাশীষ নন্দী ১টি রুপা ও ১ টি ব্রোঞ্জ। ৬৯ কেজি সিনিয়র ক্যাটাগরিতে সঞ্জীব চক্রবর্তী ১টি ব্রোঞ্জ, রিতম মোহান্তী ১ টি ব্রোঞ্জ, ৬২ কেজি ক্যাটাগরিতে জুনিয়র এ রাজ সরকার ২টি সোনা, সৌমিল বিশ্বাস ১টি ব্রোঞ্জ। ৫২ কেজি ক্যাটাগরিতে গীতাঞ্জলি সাহা ৩টি সোনা ও ১ টি রুপা, ৪৮ কেজি ক্যাটাগরিতে পুর্নিমা রাজভোর ২ টি সোনা। ৬৪ কেজি মাষ্টার ১ ক্যাটাগরিতে শ্বেতা ঘোষ ১ টি সোনা ও ১ টি রুপা পদক জয় করেন।