অসম-বাংলা সীমানাত বাজেয়াপ্ত চোরাই সেগুন কাঠ
দেবাশীষ রায়, কুমারগ্রাম, ১৪ মাৰ্চঃ অসম-বাংলা সীমানার পাকড়িগুড়ি নাকা চেকিং পয়েন্ট থাকি চোরাই সেগুন কাঠ বাজেয়াপ্ত করিল কুমারগ্রাম ব্লকের বারোবিশা ফাঁড়ির পুলিশ। জানা গেইছে, প্রতিদিনের মতো এদিনও নাকা চেকিং চলির ধরছিল অসম-বাংলা সীমানার পাকড়িগুড়ি নাকা চেকিং পয়েন্টত। হঠাৎ নাগাল্যান্ড থেকে আসা একটা লরির ভিতর তল্লাশি চালেয়া চোরাই সেগুন কাঠ বাজেয়াপ্ত করিল বারোবিশা ফাড়ির পুলিশ। কাঠ পাচারের ঘটনাত গাড়িসহ তিনজনকে আটক করিসে পুলিশ। সেগুন কাঠের আনুমানিক মূল্য ১৪ লক্ষ টাকা। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করিসে কুমারগ্রাম থানার বারবিশা ফাঁড়ির পুলিশ।