অসম বাংলা সীমান্তের বারবিশায় বীর বিরসা মুন্ডার মূর্তির ভিত্তি স্থাপন
দেবাশীষ রায় , বারবিশা, ১০ নভেম্বর: বৃহস্পতিবার কুমারগ্রাম ব্লকের বারবিশায় বীর বিরসা মুন্ডার মূর্তির ভিত্তি স্থাপন হল। তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক-সহ অন্যান্যরা ভিত্তি স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, খুব শীঘ্রই বারবিশা চৌপথীতে বসানো হবে স্বাধীনতা সংগ্রামী বীর বিরসা মুন্ডার মূর্তি। তার আগে এদিন ভিত্তি স্থাপন করা হল। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছাড়াও এলাকার বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।