অসহায় মানুষের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন
মানিক বর্মন,তুফানগঞ্জ: তুফানগঞ্জ আইডিয়া লিজম ট্রাস্টি অ্যাসোসিয়েশন ফর সোসাইটির পক্ষ থেকে শনিবার নাককাটি গাছের চামটা বড়ইতলার সুধীর দাসের টিন দিয়ে সাহায্য করে। একই দিনে দুই জন করোনা আক্রান্তের বাড়িতে খাদ্য সামগ্রী দেয় অন্দরান ফুলবাড়িতে এবং ২৫ বছর ধরে শারীরিক প্রতিবন্ধী অবস্থায় শয্যাশায়ী ব্যক্তিকে শুকনো খাবার দেওয়া হয়। এখবর জানান সংস্থার সম্পাদক কৃষ্ণ চন্দ্র বর্মন।