অসহায় মানুষের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

নিউজ ডেস্ক, শিলিগুড়ি: রবিবার সীমা চক্রবর্তীর পাশে দাঁড়ালেন শিলিগুড়ি এন্ড স্মাইল পরিবার। সোমবার ১৬ই মে রওনা হচ্ছেন ন্যাশনাল মাস্টার অ্যাথলেটিক্স মিটে অংশ গ্রহন করতে কাদ্দালোরে পোর্ট অনন্য স্টেডিয়াম তামিলনাড়ুতে । সীমা দেবীর পরিবারের অবস্থা ভালো না থাকায় শিলিগুড়ির এন্ড স্মাইল পরিবারের সদস্যরা সীমা দেবীর পাশে দাঁড়ালেন ও কিছু অর্থ তুলে দিলেন যাতায়াত ও থাকার জন্য । সংস্থার কর্ণধার নব বসাক জানান আমাদের সাধ্য মতো চেস্টা করব অসহায় মানুষের পাশে দাঁড়াতে।তার জন্য সকল মানুষকে এন্ড স্মাইল পরিবারের পাশে দাঁড়াতে অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *