অসুস্থ কেপিপি সুপ্রিমো অতুল রায়, খবর পায়া উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী
কৃত্তিবাস বর্মন, শিবমন্দিরঃ
বিতা ২২ শে মে থাকি কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সুপ্রিমো অতুল রায় গুরুতর অসুস্থ। প্রথমে শিলিগুড়ির পরে মাটিগাড়ার একটা বেসরকারি নার্সিংহোমত অমার চিকিৎসা চলেছে। কেপিপির কেন্দ্রীয় কমিটির সদস্য বুধারু রায় নমশূদ্র ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্যক বিষয়টা জানালে মুকুল বাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’ক অতুল রায়ের অসুস্থতার বিষয়টা জানান। খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি স্বাস্থ্য সচিবক বিষয়টা দেখিবা কহেন। ইয়ার পর অতুল রায়ের চিকিৎসার বাদে মেডিকেল বোর্ড গঠন করা হয়। মুখ্যমন্ত্রী কন যে, গুরুতর অসুস্থ হলে যাতে অমাক তারাতারি খবর দেওয়া হয়। প্রয়োজন পরিলে অমা আরহ উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দিবে বুলি জানান। বর্তমানে অতুল বাবুর স্বাস্থ্যর কিছুটা উন্নতি হৈসে বুলি নার্সিংহোম সুত্রে জানা গেইসে। সুগার আর নিউমোনিয়া আগের তুলনায় অনেকটা স্বাভাবিক বুলি জানা যায়। কিন্তু লাংসের ৬০ থাকি ৭০ শতাংশ ক্ষতি হৈসে, যার বাদে অক্সিজেনের দরকার নাগেছে। বর্তমানে স্বাস্থ্য সচিবের তদারকিতে অমার চিকিৎসা চলেছে বুলি কেপিপি’র দার্জিলিং জেলা কমিটির সম্পাদক রাজেন রায় জানাইসেন।