আগামিকাল ধূপগুড়ির দুটি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, জোরকদমে চলছে কাজ
সুব্রত রায় • ধূপগুড়ি
ধূপগুড়ির দূর্গাপূজার উদ্বোধন করবেন রাজ্যের মূখ্যমন্ত্রী।বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গাপুজোর আর খুব বেশি দিন বাকি নেই। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোড় কদমে । কিন্তু ধূপগুড়ির চিত্রটা যেন আরো আলাদা। কেননা দূর্গাপূজার প্রায় ১০ দিন আগেই ভার্চুয়ালি ধূপগুড়ির দুটি পুজোর উদ্বোধন করতে চলেছেন রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ধূপগুড়িতে দুর্গাপূজা বড় করে হলেও এর আগে কখনো পূজার এত দিন আগে পুজো উদ্বোধন কিন্তু হয়নি। তাই রাতারাতি পূজামণ্ডপ, আলোকসজ্জার কাজ শেষ করার তোড়জোড় চলছে পুরোদমে । ধূপগুড়ি হাসপাতাল পাড়া সংলগ্ন মিলন সংঘের সম্পাদক জানালেন, ” আগামীকাল রাজ্যের মূখ্যমন্ত্রী ভার্চুয়ালি আমাদের ক্লাবের পুজোর শুভ উদ্বোধন করবেন তাই শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা চালাচ্ছি জোর কদমে।” বিশ্বস্ত সূত্রে আরো জানা গেছে মণ্ডপসজ্জার দায়িত্বে থাকা ডেকোরেটারসদের নিয়ে আলাদা করে ধূপগুড়ি পুলিশ প্রশাসনের বৈঠক হয়েছে । সেখানে তাদের রীতিমতো নির্দেশ দেওয়া হয়েছে আগামীকালের মধ্যেই শেষ করতে হবে পুজো মণ্ডপের কাজ। মন্ডপ সজ্জার দায়িত্বে থাকা সংস্থার এক সদস্য জানালেন,” মন্ডপের প্রাথমিক কাজ শেষ হয়েছে। তবে মুখ্যমন্ত্রী পূজার উদ্বোধন করবেন আগামীকাল । তাই এখন থেকে সারাক্ষণ কাজ করেই আমাদের কাজ শেষ করতে হবে।”