আগামীকাল আনা হবে শহীদ জওয়ানের মরদেহ, রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হবে
ক্ষীরোদা রায়, ধূপগুড়ি: শহীদ জওয়ান জগন্নাথ রায়ের কফিন বন্দি দেহ বাড়িতে পৌঁছাবে আগামীকাল বুধবার। রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হবে। গ্রামের গর্ব বীর জওয়ান জগন্নাথ রায়ের শহীদ হওয়ার খবর আসার পরই বাড়িতে পাড়া প্রতিবেশীদের ভিড় জমে, পৌঁছে গিয়েছেন আত্মীয় স্বজনরা। প্রায় সত্তর বছর বয়সের বৃদ্ধা মা প্রমীলা রায় বিছানায় শুয়ে অঝোরে কাঁদছেন, সন্তানের মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি। স্ত্রী তাপসি রায় গত চারদিন ধরে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বিন্নাগুড়িতে পড়াশোনা করেন একমাত্র পুত্র। সেন্ট্রাল কাশ্মিরে পোস্টিং ছিল জগন্নাথের। এর মধ্যেই বাড়ি আসার কথা ছিল তাঁর। এমনকি কাশ্মীরের পরিবর্তে নতুন জায়গায় ডিউটিতে যাওয়ার কথা ছিল। তার আগেই সব শেষ হয়ে গেল। সেন্ট্রাল কাশ্মীরের শ্রীনগর-বারমুল্লা জাতীয় সড়কের উপর লাওয়াপোরোতে সিআরপিএফ এর ৭৩ নং ব্যাটেলিয়ন এর কনভয়ের ওপর গত ২৫ শে মার্চ লস্কর-ই-তৈবা জঙ্গি গোষ্ঠী হামলা চালায় তাতে শহীদ হয়েছেন ত্রিপুরা ও হিমাচল প্রদেশের ২ জওয়ান এবং গুরুতর আহত হন ৩ জন। এর মধ্যে ধূপগুড়ি ব্লকের পশ্চিম শালবাড়ি গ্রামের জগন্নাথ রায় ছিলেন।মাথায় গুলি খাওয়ার পর হুঁশ ফেরেনি জগন্নাথের। চিকিৎসকরা বলেছিলেন ৭২ ঘন্টা দেখবেন। কিন্তু চারদিন পরে যে এমন হৃদয় বিদারক খবর আসবে কল্পনা করতে পারেননি কেউ।