আগামী ৫ই আগস্ট শিবদাস ঘোষের জন্ম শতবর্ষে কলকাতার ব্রিগেডে অনুষ্ঠিত হবে সমাপনী সমাবেশ
সারা দেশের ছাত্রছাত্রীরা যোগদান করবে এই সমাবেশে।সেই সমাবেশকে সফল করার লক্ষ্যে হলদিবাড়ির নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের গেটের সামনে প্রচারাভিজান চালালো ছাত্র সংগঠন Aidso.মঙ্গলবার দুপুর আড়াইটা এই কর্মসূচি পালন করে তারা.উপস্থিত ছিলেন কলেজ কমিটির সভাপতি মুক্তা রায়, সদস্য বাসুদেব রায়, আফিলা সরকার, রুবাইয়া পারভিন সহ অন্যান্য সদস্যরা।হলদিবাড়ি থেকে অপু দেবনাথ এর রিপোর্ট।