আগুনে পুড়লো গোয়াল ঘর! চাঞ্চল্য চূড়াভান্ডারে
ময়নাগুড়ি, ১৭ ডিসেম্বর : বুধবার দুপুর আনুমানিক দেড়টা নাগাদ অগ্নিকান্ডের ঘটনা ঘটলো ময়নাগুড়ি ব্লকের চূড়া ভান্ডার গ্রাম পঞ্চায়েতের খাল পাড়া এলাকায়। জানা গিয়েছে, এলাকার স্থানীয় বাসিন্দা হারান মণ্ডলের বাড়ির গোয়াল ঘরে আগুন লাগে। সেই আগুনে পুড়ে যায় পুরো গোয়াল ঘর। সেই ঘরের পাশেই খড়ের আটি ছিল সেগুলিও পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এদিন আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই ছুটে আসেন স্থানীয়রা। প্রথম দিকে স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর দেওয়া হয় ময়নাগুড়ি দমকল ও থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘ সময়ের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সহ পুলিশ। পৌঁছায় চূড়া ভান্ডার গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ চন্দ্র রায়। জানা যায়, হারান মণ্ডলের ছোট ভাই বরুণ মন্ডল গত দুই দিন আগে শারীরিক অসুস্থতার জন্য মারা গিয়েছে। আর তার মাঝেই এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
