আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার ১
বগটুই গণহত্যা কান্ডের পর
মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের অন্যান্য জেলার মতন শিলিগুড়ি শহর ও তার আশেপাশেও পুলিশের অভিযান অব্যাহত। শনিবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্ভুক্ত ভালোবাসা মোড় থেকে পুলিশ এক রাউন্ড কার্তুজ ও আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করে। রবিবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম দেবাশিস দাস। বাড়ি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া-শিমুলতলা এলাকায়।
পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার রাতে ভালোবাসা মোড় সংলগ্ন এলাকায় ওই যুবককে একা সন্দেহজনক ভাবে ঘুরতে দেখা যায়। এরপরেই তাঁকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ১২ রাউন্ডের অটোমেটিক বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।উল্লেখ্য, এই ঘটনার আগেও উক্ত অভিযুক্তকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। উক্ত অভিযুক্ত আগ্নেয়াস্ত্র নিয়ে ঐ এলাকায় কি করতে এসেছিল সেই বিষয়ে পুলিশ তদন্তে রয়েছে।