আচমকাই অভিযান ভুমি দপ্তরের
নিউজ ডেস্ক,ফালাকাটা:রবিবারে কুঞ্জনগরে আচমকাই অভিযান চালাল ফালাকাটা ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা।এদিন কুঞ্জনগরের সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে টলিতে ভরাট করা হচ্ছিল।সেই সময় অভিযানে টলি আটক করে,সেই টলি থেকে সরকারি নিয়ম মতো ফাইনও কাটা হয়। জানাগিয়েছে এদিন গোপন সূত্রে খবরের ভিত্তিতে কুঞ্জনগরে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি টলিকে মাটি সমেত ধরে ওই টলি থেকে ৩০ হাজার টাকা ফাইন নেওয়া হয়।কুঞ্জনগরের সরকারি জমিতে ওই সময় বেশ কয়েকটি টলি অবৈধভাবে মাটি কাটছিল।কিন্তু ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের গাড়ি দেখেই পালিয়ে যায় বেশ কয়েকটি টলি।শেষে একটি টলি আটক করতে সক্ষম হলে, সরকারি নির্দেশ মত তাকে ফাইন করা হয় বলে জানা যায়।এমন অভিযান আগামী দিনও চলবে বলে ভূমি সংস্কার দপ্তর জানান। ফালাকাটা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আরও মিলনকুমার তামাং এবং আরআই অনিল দেবসিং কুঞ্জনগরে অভিযান চালান।