আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার : বুধবার খাগড়াবাড়িতে আজাদ হিন্দ সরকারের ৭৬ তম প্রতিষ্ঠা দিবস পালন করলো সারা ভারত ফরওয়ার্ড ব্লক। এদিন দলীয় কার্যালয়ের সামনে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সারা ভারত ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি দীপক চন্দ্র সরকার, কোচবিহার উত্তরের ফরওয়ার্ড ব্লকের বিধায়ক নগেন্দ্রনাথ রায়, বানেশ্বর লোকাল কমিটির সম্পাদক পঞ্চানন রায়, সারা ভারত ছাত্র ব্লকের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৌম্যদ্বীপ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি দীপক চন্দ্র সরকার দাবি করেন, ২১ অক্টোবর আজাদ হিন্দ ফৌজের ৭৭ তম প্রতিষ্ঠা দিবস। ১৯৪৩ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন ও তিনি ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন। তারপর ২৫ অক্টোবর রাত বারোটার সময় সুভাষ চন্দ্রের নেতৃত্বে তৎকালীন আজাদ হিন্দ সরকার আমেরিকা এবং ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। পৃথিবীর ১১ টি দেশ সেদিন আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দিয়েছিল। নেতাজীর যে অসম প্রকাশ সাম্প্রদায়িক মুক্ত ভারত, গরিব মুক্ত ভারত, জনগণের হাতে সমস্ত ক্ষমতার দ্বারা ধর্ম নিরপেক্ষ সরকার তৈরি করা ছিল নেতাজির দাবি। কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার এবং রাজ‍্য সরকার সুভাষচন্দ্রের প্রতি উপযুক্ত মর্যাদা দেখাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *