আজি কুচবিহার রাসমেলার ডাঙ্গি খানত KSDC পক্ষ থাকিয়া অনির্দিষ্ট কালের বাদে বৃহৎ গণ অনশন কর্মসূচি শুরু হলেক
কোচবিহারঃ কোচবিহার রাসমেলার ডাঙ্গি খানত kSDC এর পক্ষ থাকিয়া অনির্দিষ্ট কালের জন্য বৃহৎ গণ অনশন কর্মসূচি শুরু হইছে। সংগঠনের পক্ষ থাকিয়া KSDc এর সভাপতির মুখপাত্র অনন্ত বর্মন উমরা জানালেক জীবন সিংহের সাথত কেন্দ্র সরকারের যে শান্তি চুক্তি স্বাক্ষর হবার চাহিছে তা এলা পর্যন্ত হয়নাই ।এরই প্রতিবাদে আজি থাকি বৃহৎ গণ অনশন শুরু করা হইছে। যতক্ষণ পর্যন্ত সমস্যা সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত অনশন চলিবে বলে উমরা জানাছে।
