আজ সকালে লরির সঙ্গে বিএসএফের গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম একাধিক জওয়ান
কোচবিহার : নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হল বিএসএফের গাড়ি ও মালবাহী একটি লরির। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বিএসএফ জওয়ান৷ আজ সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহার শহর সংলগ্ন খাগড়াবাড়ি চৌপথিতে। জানা গেছে শহরের দিক থেকে খাগড়াবাড়ির দিকে আসছিল বিএসএফের গাড়িটি। অন্যদিকে জাতীয় সড়ক ধরে নিউ কোচবিহারের দিক থেকে মালবাহী লরিটি খাগড়াবাড়ির দিকে আসছিল। নিয়ন্ত্রন হারিয়ে দুটি গাড়ি সমান গতিতে ধাক্কা মারে। বিএসএফ জওয়ান ভর্তি গাড়িটি ছিটকে গিয়ে শিলিগুড়ি গামী রাস্তার দিকে চলে যায়। ওই গাড়ির ধাক্কায় রাস্তার পাশে রাখা একটি বাইক ভেঙে চুরমার হয়ে গেছে। অন্যদিকে মালবাহী লরিটি ট্রাফিক লাইট পোষ্ট উড়িয়ে আলিপুরদুয়ারগামী রাস্তার দিকে থাকা একটি হোটেলের মধ্যে ঢুকে পরে। স্থানীয়রা আহত বিএসএফ জওয়ানদের উদ্ধার করেন। পরে আহতদের কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।