আজ ১০৯ তম আদি কবি ভানু ভক্তের জন্ম বার্ষিকী পালন দার্জিলিং গোর্খা রঙ্গমঞ্চে
দার্জিলিং: ১৩ ই জুলাই ২০২৩
আজ ১০৯ তম আদি কবি ভানু ভক্তের জন্ম বার্ষিকীতে স্থানীয় গোর্খা রঙ্গমঞ্চে তাকে শ্রদ্ধা জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সকালে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল এডমিনিস্ট্রেশনের প্রধান অনিত থাপা দার্জিলিং ম্যালে নেপালি পরম্পরায় খাদা দিয়ে শ্রদ্ধা জানান ।প্রতিবছরের ন্যায় এবার গোর্খা ল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন দার্জিলিঙেএই অনুষ্ঠানে দার্জিলিংয়ের বিশিষ্ট 5 ব্যক্তিকে পুরস্কার প্রদান করার হয়।সাহিত্য ,সমাজ সেবামূলক কাজ ,সাংবাদিকতা, লেখক এই সমস্ত ব্যক্তিরা এবারের ভানুভক্ত পুরস্কার পাচ্ছেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নেপালি সম্প্রদায়ের মানুষরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয় মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গোর্খা রঙ্গমঞ্চে।শ্রী মোহন লামা বরিষ্ঠ সাংবাদিক দার্জিলিং পাহাড়ের সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদান রাখার জন্য তাকে পুরস্কার প্রদান করা হলো পুরস্কার মূল্য ছিল এক লক্ষ টাকা। একনাগারে বৃষ্টির ফলে অনুষ্ঠানটিতে কিছুটা বিঘ্ন ঘটেছে।