আটিয়া বাড়ি এলাকা থেকে এক ব্যাক্তির ঝুলন্ত দেহ উদ্ধার,শোকের ছায়া এলাকায়
বিজয় চন্দ্র বর্মন,শীতলকুচি:শনি বার এমনই চিত্র দেখা গেল শীতলকুচি ব্লকের ছোটো শালবারী অঞ্চলের আটিয়া বাড়ি এলাকায়,
জানা যায় গত রাতের বেলা খাওয়া দাওয়া সেরে সবাই ঘুমিয়ে পড়ে, আজ সকাল বেলা চা খেতে ডাকার সময় পারিবারের লোকেরা দেখতে পান ওই ব্যাক্তি তার নিজের শোয়ার ঘরে ঝুলন্ত অবস্থায় রয়েছে, তা দেখে পারিবারের লোকেরা চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে খবর দেওয়া হয় শীতল কুচি থানায়, খবর পেয়ে ঘটনাস্থলে যায় শীতল কুচি থানার পুলিশ এবং দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।পরিবার সূত্রে জানা যায় ওই ব্যক্তি দীর্ঘ দিন ধরে কঠিন রোগে ভুগছিলেন।
এবিষয়ে শীতলকুচি পুলিস জানায় মৃতদেহটিকে উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।