আট দফা দাবির ভিত্তিতে তিনদিন ব্যাপী গেট মিটিং শুরু করল চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়ন

সুবল গোপ,চোপড়া,১৬জুলাই: বটলিফ চা কারখানা গুলির শ্রমিক কর্মচারীদের বিগত ৩০/১২/২০১৬ তারিখের সরকারি বিজ্ঞপ্তি অনুসারে বটলিফ কারখানার সমস্ত শ্রমিক কর্মচারীদের ন্যূনতম হাজিরা চালু করা ও তার সাথে মহার্ঘ ভাতা যোগ করা সহ মোট ৮ দফা দাবীর ভিত্তিতে ১৬ থেকে ১৮ জুলাই ২০২০ তিনদিন ব্যাপি গেট মিটিং শুরু করল চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়ন। এদিন উত্তর দিনাজপুর জেলার ৩৬ টি বটলিফ চা কারখানার শ্রমিক কর্মচারীরা কাজ শুরুর আগে কারখানার গেটের সামনে উল্লিখিত দাবির ভিত্তিতে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান। সংগঠন এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক দীপক রায় জানান,ফ্যাক্টরির গেটের সামনে কাজ শুরুর আগে এক ঘন্টা বিক্ষোভ দেখাবেন। এর পরেও যদি মালিক পক্ষ দাবি গুলি না মানেন ,তাহলে আগামীতে বৃহৎ আন্দোলনে নামবে সংগঠন। এদিন চোপড়ার কাঁচাকালী এলাকার মধু কমল চা ফ্যাক্টরির সামনে এই গেট মিটিং করা হয়। উপস্থিত ছিলেন ,দুই জেলা নেতা অপু দাস ও আখতার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিট সম্পাদক আব্দুল করিম ও মুজাফর হুসেন ।

গেটের সামনে তৃনমূল কংগ্রেসের মজদুর ইউনিয়ন, ছবি: সুবল গোপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *