আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের থানায়, বাড়ি থেকে ফেরার অভিযুক্ত যুবক
নিউজ ডেস্ক, হলদিবাড়ি:গত সোমবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে হলদিবাড়ি ব্লকের হেমকুমারি গ্রামপঞ্চয়েতের বানিয়া পাড়া এলাকার পারুল সরকার নামে এক স্কুল ছাত্রী। যদিও সেই সময় পারুল সরকার এর পরিবারের লোকজন জানান কি কারনে মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তারা জানেন না। পরবর্তীতে বাড়িতে গিয়ে তাঁদের মোবাইল খুঁটিয়ে দেখতে পরিবারের লোকের চক্ষু চারক গাছ। পারুল সরকার এর বাবা মক্সেদুল সরকার জানান ,মেয়ের মোবাইল সূত্রে জানতে পারি প্রেম ঘটিত সম্পর্কের জেরে মেয়েকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছে । দেওয়ানগঞ্জ গ্রামপঞ্চয়েত এলাকার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো ওই আত্মঘাতী স্কুল ছাত্রীর। আত্মহত্যার আগের রাতে গভীর রাত পর্যন্ত হোয়াটসঅ্যাপে চ্যাটিং ও হয়েছে । ছেলেটি মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন বলে পারুলের পরিবার সূত্রে অভিযোগ। দেরিতে হলেও পাঁচদিনের মাথায় অভিযুক্ত ওই যুবকের নামে হলদিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পারুলের পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হলদিবাড়ি থানার পুলিশ।