আত্মা-র চেয়ারম্যান হলেন কৃষি কর্মাধ্যক্ষ
.
বাপ্পা রায়, ময়নাগুড়ি, ১৫ মার্চ : ময়নাগুড়ি ব্লক কৃষি দফতরের আত্মা স্কিমের চেয়ারম্যান নিযুক্ত হলেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ বিমলেন্দু চৌধুরী। মঙ্গলবার ময়নাগুড়ির কৃষি দফতরে একটি সভা করে এই পদ দেওয়া হয়। জানা গেছে, আত্মা স্কিমের চেয়ারম্যান হিসাবে আগে ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য মনোজ রায়। কিন্তূ গত বিধানসভা নির্বাচনের আগে থেকেই তিনি সেই পদ থেকে সরে দাঁড়ান। দীর্ঘ দিন থেকে এই চেয়ারম্যান পদ ফাঁকা থাকেন। অবশেষে মঙ্গলবার পুনরায় চেয়ারম্যান পদের দায়িত্ব দিয়ে আত্মা প্রকল্পকে সাবলীল করা হলো। এদিন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধক্ষ্য বিমলেন্দু চৌধুরী। এদিন হাজির ছিলেন ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী, ব্লক সহ কৃষি অধিকর্তা কৃষ্ণা রায়, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, সদস্য মনোজ রায় সহ প্রমুখরা। এদিন নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ার সাথে পুনরায় এই স্কীমে কাজ শুরু হবে বলে জানান বিমলেন্দু বাবু।