আত্মীয়দের মধ্যে জমি-বাড়ি নিয়ে ধস্তাধস্তি, নদীপাড়ে চড়ল উত্তেজনা

মালদা, আমজাদ আলি: জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ফের ফেটে পড়ল খোলা রাস্তায়।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার নদীপাড় দেবীগঞ্জ এলাকায় দুই আত্মীয় পরিবারের মধ্যে হাতাহাতি, ধা ক্কা ধা ক্কি, এমনকি লাঠি-সোটা চালানোর অভিযোগ উঠেছে।আহত হয়েছেন কয়েকজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই জমি নিয়ে বহুদিন ধরে বিবাদ চলছিল মোহাম্মদ ইলিয়াস ও মোহাম্মদ মুসলিমের পরিবারের মধ্যে। অভিযোগ, গত কয়েকদিন ধরে মুসলিমপক্ষ বিতর্কিত জমিতে বাড়ি তৈরির কাজ শুরু করেছিল।হঠাৎই ইলিয়াসপক্ষ সেখানে উপস্থিত হয়ে বাধা দেওয়ার নাম করে হামলা চালায় বলে অভিযোগ। শুরু হয় হাতাহাতি ও ধস্তাধস্তি।
মুসলিমের বৌমা শাহিনুর খাতুন জানান, “আমার কাকা শ্বশুরমশাই তাঁর স্ত্রীর নামে থাকা জমিতে ঘর তুলছিলেন। সেই সময় ইলিয়াসের ছেলেরা দলবল নিয়ে এসে আক্রমণ করে। আমাদের পরিবারের সদস্যদের মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ আসে।”
যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ইলিয়াসের ছেলে মোহাম্মদ আব্দুল। তাঁর দাবি, “ওই জমি আমাদের নামে। ওরা বেআইনিভাবে ঘর তুলছিল। আমরা শুধু বাধা দিয়েছি, কোনও মারধর করিনি।”
হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *