আদিবাসী নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: এক আদিবাসী নাবালিকার সঙ্গে দুষ্কর্ম করার অপরাধে আলিপুরদুয়ারের পশ্চিম কাঁঠালবাড়ির মনোরঞ্জন বর্মন নামে এক ব্যক্তির বিরুদ্ধে আলিপুরদুয়ার মহিলা থানায় মামলা দায়ের করল ঐ নাবালিকার পরিবার। অভিযোগ সূত্রে জানা গেইসে, গত ১৫ই আগস্ট ১৩ বছরের এক নাবালিকা তার বান্ধবী পার্শ্ববর্তী রাজবংশী পরিবারের আর এক নাবালিকার সঙ্গে চুড়ি কিনতে ঐ ব্যক্তির বাড়িতে যায়। সেখানে অপর কিশোরীকে বাইরে রেখে বছর তেরোর ঐ কিশোরীকে ঘরে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালান অভিযুক্ত ব্যক্তি। ঘটনার কথা বাইরে প্রকাশ করলে অভিযুক্ত ব্যক্তি নির্যাতিতা কিশোরীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনার পর কিশোরীর শারীরিক সমস্যা তৈরি হলে কিশোরীটি তার মাকে সব কথা প্রকাশ করে এবং তারপরেই বুধবার আলিপুরদুয়ার মহিলা থানায় নাবালিকার মা অভিযোগ দায়ের করেন ঐ ব্যক্তির বিরুদ্ধে। এদিকে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। এই ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে জয় বীরসা মুন্ডা উলুগান কেন্দ্রীয় কমিটির সভাপতি কিশোর কুজুর বলেন, ডুয়ার্স ও তরাই জুড়ে আদিবাসী সমাজের কিশোরী, মহিলাদের উপর ধর্ষণ, নির্যাতনের ঘটনা বারবার ঘটছে, এর ঘটনাগুলোর বিরুদ্ধে আমরা সকলে যৌথভাবে পথে নেমে জোরদার আন্দোলন করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *