আদিবাসী বিকাশ বোর্ড থেকে বেরিয়ে রাভা, বোড়ো (মেচ) উন্নয়ন বোর্ড গঠনের দাবি
নিজস্ব সংবাদদাতা, কালচিনি: উত্তরবঙ্গে পৃথক মেচ, বোড়ো ডেভেলপমেন্ট বোর্ড এবং পৃথক রাভা ডেভেলপমেন্ট বোর্ড দাবি উঠল। আজ জেলার কালচিনি ব্লকের মেন্দাবাড়ি আর.ডি.সি অফিস কার্যলয়ে রাভা সম্প্রদায়ের সংগঠন রাভা ডেভেলপমেন্ট কাউন্সিল ও বোড়ো সংগঠন অল বোড়ো স্টুডেন্ট ইউনিয়নের সদস্যরা ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে রাভা ও মেচ বা বোড়ো সম্প্রদায়ের মানুষেরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অল বোড়ো স্টুডেন্টের পাবলিক রিলেশনস সম্পাদক বিনয় নার্জিনারী ও রাভা ডেভলপমেণ্ট কাউন্সিলের চেয়ারম্যান বিজনাথ রাভা জানান যে, আমারা রাভা, মেচ বা বোড়ো, গারো সম্প্রদায়ের মানুষেরা আদিবাসী বিকাশ বোর্ডের অন্তর্ভুক্ত হয়ে আছে, অথচ আমরা উত্তরবঙ্গের ভূমিপুত্র আদিম জনজাতি কিন্ত আদিবাসী বিকাশ বোর্ড থেকে আমরা রাভা, মেচ বোড়ো, গারো সম্প্রদায়ের মানুষদের বিন্দুমাত্র উন্নয়ন হয়নি আমরা তাই আদিবাসী বিকাশ বোর্ডে থাকতে চাইনা। আমরা পৃথক বোড়ো মেচ ডেভেলপমেন্ট বোর্ড এবং পৃথক রাভা ডেভলোপমেন্ট বোর্ড দাবি করছি। এই বিষয়ে উল্লেখ্য, উত্তরবঙ্গে সাড়ে তিন লক্ষ মেচ সম্প্রদায়ের বসবাস এবং প্রায় দেড় লক্ষ রাভা সম্প্রদায়ের মানুষের বসবাস। সম্প্রীতি আগামীতে নিজ ঐতিহ্য ও সাংস্কৃতিক রক্ষার্থে উত্তরবঙ্গের দুই ভূমিপুত্র মেচ (বোড়ো) এবং রাভা যৌথভাবে লড়বে।