আদিবাসী মানষিলার ডেপুটেশন
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের জোড়দিঘী দাসুল গ্রামত বিদ্যালয়ের মাঠত অবৈধভাবে মন্দির নির্মাণের অভিযোগ তুলি সরব হইলেক এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানষিলা। জানা যায় দাশুর গ্রামত একটা জুনিয়র হাই স্কুল একটা আইসিডিএস সেন্টার আর একটা প্রাইমারি স্কুল আছে সেই সাথত মেল্লা বছর ধরিয়াই স্কুলের উদ্দেশ্যত দান করা বিশাল আকার মাঠ আছে স্কুলের বগল।মেল্লা বছর ধরিয়াই স্কুলের এই মাঠত ছোটছাওয়ালার খেলাধুলার বগলাবগলি গ্রামের প্রতিযোগিতামূলক ফুটবল আর ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়। এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানষিলার অভিযোগ বুধবার এলাকার কিছু হঠকারী মানষি স্কুলের এই মাঠত মন্দির নির্মানের বাদে খনন কাজ শুরু করে। হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধত ক্ষোভত ফাটি পড়েন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানষিলা। বিস্তিবার অবিলম্বে এলাকার মাঠত মন্দির নির্মাণ কাজ বন্ধের দাবিত বংশীহারী ব্লকের বিডিও সুদেষ্ণা পালের কাছত ডেপুটেশন জমা দেন দাসুল এলাকার আদিবাসী মানষিলা। কোন নাখান অপ্রীতিকর ঘটনা এড়াবার বাদে বিডিও অফিস চত্বরত পুলিশের সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয় বংশীহারী থানার পক্ষ থাকি।