আধুনিক যুগে হারিয়ে বসেছে লেপ
আব্দুল ওহাব,গাজোল:বাজারে রকমারি কম্বলের দাপটে চাহিদা কমেছে লেপের। তবুও পুরনো পেশাকে আঁকড়ে ধরে আছেন শাহাজান , ফাইসেলরা । এদের বাড়ি মালদা জেলা রতুয়া ব্লকের কাহালার মোমিন পাড়া এলাকায় হলেও ধনুকার হিসাবে পেশার টানে প্রায় দশ থেকে বারো বছর ধরে আস্তানা গাজোল ব্লকের কাটিকান্দর এলাকায় । পূর্বকাল থেকে শীত পড়লে লেপের কারিগর ধনুকার দের হাঁক শোনা যায় গ্রামে গ্রামে। তাদের সাইকেলে থাকে তুলোর বস্তা, দাঁড়িপাল্লা ,ও কিছু লেপ তোষকের কোভার আর থাকে তাদের তুলোধুনার যন্ত্র ধনুক সঙ্গে একটি মুসাল যা দিয়ে তারা তুলোকে তুলতুলে করে। তাদের ধনুকের আওয়াজ শুনতে কৌতুক ছুটে আসে ছোট ছোট বাচ্চারা। ধনুকার শাহাজান জানান আগের মত তাদের ব্যবসা চলছে না। কারণ বর্তমান যুগে বাজারে কম দামে পাওয়া যাচ্ছে রকমারি নানান রঙ্গের বিভিন্ন ধরনের কম্বল। তাই অনেকেই লেপের দিকে হাত বাড়াচ্ছেন না। । কারন একটা লেপ বানাতে গেলে কম করে দেড় থেকে দুই হাজার টাকা খরচ। তাই অনেকেই লেপের বদলে কম্বলের দিকে হাত বাড়াচ্ছেন। যার কারণে আগের থেকে লেপের চাহিদা অনেকটাই কমেছে। আগে দিনে চারটা থেকে পাঁচ টা পর্যন্ত কাজ পেতাম কিন্তু এখন দিনে এক থেকে দুই টা ও কোনদিন আবার একটা ও হয় না। কিন্তু কি করবো তবুও পুরনো পেশাকে আঁকড়ে ধরে আছেন শাহাজানরা বলে জানান ।