আপার বাগডোগরা ভুজিয়াপানি গোয়ালা বস্তি এলাকায় জল যন্ত্রনায় এলাকা বাসী দীর্ঘ ৫ বছর ধরে

আপার বাগডোগরা ভুজিয়াপানি গোয়ালা বস্তি এলাকায় জল যন্ত্রনায় এলাকা বাসী দীর্ঘ ৫ বছর ধরে। সরকারি আধিকারিক বলছে দেখছি আর দেখব, কিন্তু জল যন্ত্রণায় ভুগছে, সাধারণ লোক, তবে সত্যিই অবাক করার বিষয়, যেখানে বাগডোগরা পরিচিত সারা ভারতবর্ষে, শুধু ভারতবর্ষ বললেও ভুল হবে, সারা পৃথিবীতে, সেখানে সেই এলাকার কিছু অংশ জলমগ্ন, সরকারী আধিকারিক বলছে দেখছি দেখছি আর দেখব। প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত, পঞ্চায়েত থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, সকলেই দিয়ে চলছে নানান অজুহাত, ভিজিট করেছি তবে উপায় খুঁজে পাইনি, কেন জনমগ্ন সেই এলাকার। অজুহাত দিয়েই বসে রয়েছেন প্রধান পঞ্চায়েত ও সরকারি আধিকারিক। আর অজুহাতের কবলে ভুগছে সাধারণ লোক। এ বিষয়ে প্রধান থেকে পঞ্চায়েত এবং ইঞ্জিনিয়ার কে জিজ্ঞেস করলে, সংবাদ মাধ্যমে সঠিক উত্তর কারোরই পাওয়া যায়নি, শুধু পাওয়া গেছে অজুহাত, শুনুন বিস্তারিত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *