আবাস যোজনায় দুর্নীতি ও দলবাজি অভিযোগ,প্রধানকে ডেপুটেশন বিজেপির
উজ্জ্বল অধিকারী , কামাখ্যাগুড়ি, ২১ ডিসেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিভিন্ন এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিরোধী দল গুলি অভিযোগ তুলেছে, প্রকৃত গরীব মানুষদের নাম আবাস যোজনায় অন্তর্ভুক্ত হয়নি। তার বদলে আর্থিকভাবে স্বচ্ছল মানুষদের নাম আবাস যোজনায় ঠাঁই পেয়েছে। এই পরিস্থিতিতে আবাস যোজনায় দুর্নীতি ও স্বজনপোষণ বন্ধ সহ বিভিন্ন দাবিতে বুধবার কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙা-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ডেপুটেশন দিল বিরোধী দল বিজেপি। এদিন দুপুরে বিজেপির কুমারগ্রাম-২১ নম্বর সাংগঠনিক মণ্ডলের পক্ষ থেকে ওই কর্মসূচি করা হয়েছে। মিছিল করে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে এসে বিক্ষোভ কর্মসূচি করেন বিজেপির নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সহ-সভাপতি বাবুলাল সাহা, দলের জেলা সম্পাদক সুনীল মাহাতো, ওবিসি মোর্চার জেলা সভাপতি অজিতকুমার ঘোষ, দলের কুমারগ্রাম-২১ নম্বর মণ্ডল সভাপতি অনন্ত বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা। গ্রাম পঞ্চায়েত অফিসে প্রধান ও উপপ্রধান অনুপস্থিত ছিলেন। ফলে গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত নির্বাহী আধিকারিকের হাতে তাদের দাবিপত্রটি তুলে দেন বিজেপি নেতৃত্বরা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি ও স্বজনপোষণ বন্ধ সহ ৪টি দাবি জানানো হয়। ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে অশান্তি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া পুলিশি নজরদারি জারি ছিল গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে। সেখানে উপস্থিত ছিলেন কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি পালদেন শেরপা সহ অন্যান্য পুলিশ আধিকারিক-কর্মীরা। যদিও নির্বিঘ্নেই ডেপুটেশন কর্মসূচি শেষ হয়েছে। বিজেপির আলিপুরদুয়ার জেলা সহ-সভাপতি বাবুলাল সাহা বলেন, ‘আমাদের দাবি গুলি পূরণ না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে।’