আমফানের ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে দুঃস্থ মানষকে খাদ্য পৌঁছে দিলেন সত্তরের যুবক খগেশ্বর
রামপ্রসাদ মোদক, রাজগঞ্জ ২১ মেঃ দরিদ্র পীড়িত মানুষের কাছে যেভাবে ছুটে যাচ্ছেন সত্তরের ঘরে পা দিয়েও তাকে ১৮র তরতাজা যুবক মনে হতেই পারে। লকডাউন চালু হওয়ার সময় থেকে শুরু করে আজ পর্যন্ত অনলস ভাবে রাজগঞ্জের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছুটে চলেছেন সত্তরোর্ধ এই যুবককে। কখনো চা বাগান, তো কখনো বাংলাদেশ সীমান্তঘেঁষা গ্রাম। কখনো বনবস্তি এলাকার মানুষের সাথে তো, কখনো ছুটে গেছেন তিস্তার চরে বসবাসকারী মানুষের কাছে। গোটা বিশ্বে করোনা যখন থাবা বসিয়েছে তখন দেশের অন্য অংশের মতো লকডাউন চলছে রাজগঞ্জেও। রাজগঞ্জের গরীব দুস্থ মানুষরা যাতে না খেয়ে না থাকেন তার জন্য ছুটে বেড়াচ্ছেন তিনি। তিনি আর কেউ নন, আপনার ঘরের ছেলে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এখনো পর্যন্ত ১৪ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী। এখনো পর্যন্ত লকডাউন শুরুর পর ৫৮ তম দিনেও বসে ছিলেন না একদিনও। যখন বয়সের অজুহাত দিয়ে অনেক নেতা ঘরের কোণে বসে আছে তখন খগেশ্বর বাবু ছুটছেন সকাল থেকে বিকাল পর্যন্ত। আজ বৃহস্পতিবার রাজগঞ্জ এলাকায় সকাল থেকেই আমফানের জেরে চলছিল হাওয়া ও বৃষ্টি। বৃষ্টি মুখর আবহাওয়াকে উপেক্ষা করেই ত্রাণ বিলি করলেন পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের ঝাঞ্জু পাড়া এলাকায়। এছাড়া বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েত দুস্থ মানুষের হাতে খাবার তুলে দেন তিনি। নিন্দুকেরা হয়তো বলবেন ২০২১ এর কথা ভেবেই যুবকের মতো ছুটতে হচ্ছে এই প্রৌঢ় নেতাকে। কিন্তু তিনি এসব অপপ্রচারকে পাত্তা দিচ্ছেন না।