আমফান বিধ্বস্ত মানুষের সাহায্যে এক লক্ষ টাকা দান চ্যাংড়াবান্ধা উন্নয়ন পর্ষদের
বিজয় চন্দ্র বর্মন, জামালদহ : আমফানে বিধ্বস্ত মানুষদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ত্রান তহবিলে এক লক্ষ টাকা দান করলেন চ্যাংড়াবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র অধিকারী। শুক্রবার তিনি কোচবিহারের জেলা শাসকের কার্যালয়ে জেলাশাসক পবন কাদিয়ানের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন। উল্লেখ্য যে, এর আগে করোনা মোকাবিলায় তিনি পশ্চিমবঙ্গ সরকারের ত্রান তহবিলে এক লক্ষ টাকা তুলে দিয়েছেন। পরেশ বাবু জানান, আমফানে ক্ষতিগ্রস্থ মানুষদের সাহায্যে তিনি কোচবিহার জেলা শাসকের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন।