আমবাড়িতে ডে-নাইট এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের সূচনা

আমবাড়ি: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে শুরু হল প্রথম এমএলএ কাপ ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট। শনিবার বিকেলে আমবাড়ি চিন্তা মোহন হাই স্কুল মাঠে বেলুন উড়িয়ে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন তিনি।

রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানান, ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি ও প্রধানদের আবেদনের ভিত্তিতেই এই বিশেষ আয়োজন করা হয়েছে। তাঁর কথায়, “সহকর্মীদের আবদার আমি ফেলতে পারিনি। তাই নতুন কলেবরে এমএলএ কাপ ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট শুরু করা হয়েছে।”

এই প্রতিযোগিতায় ১৬ টি দল অংশ নিলেও দলগুলির হয়ে খেলছেন উত্তরবঙ্গ, কলকাতা এবং বিদেশি ফুটবলাররা। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিংপং ও দার্জিলিং জেলা থেকে বিভিন্ন দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হয় বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, ফাটাপুকুর এবং হেপাজউদ্দিন মেমোরিয়াল ক্লাব, বন্ধুনগর। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আইভরি কোস্টের ফুটবলার তাইবর আব্দুল।

টুর্নামেন্ট কমিটির সভাপতি অরিন্দম ব্যানার্জি ও সম্পাদক তুষার দত্ত জানান, চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ট্রফি-সহ ১ লক্ষ ২০ হাজার টাকা এবং রানার্স দল পাবে ট্রফি-সহ ৮০ হাজার টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব, জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ গনপত খান্ডবাহালে এবং জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন প্রমুখ বিশিষ্টজনেরা।

রাজগঞ্জ এমএলএ কাপ টুর্নামেন্ট কে ঘিরে একটা আলাদা উন্মাদনা তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *