আমাকে হারানো সহজ নয়, আমি হলাম রয়েল বেঙ্গল টাইগার, মাথাভাঙ্গার নির্বাচনী সভা থেকে হুংকার মমতার

Posted by: Kshiroda Roy

পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ৬ এপ্রিল :- আগামী ১০ এপ্রিল কোচবিহার তথা মাথাভাঙ্গা বিধান সভা কেন্দ্রের ভোট। ভোটের দিন যত এগিয়ে আসছে ভোটের পারদ তত চড়ছে। গত লোক সভা নির্বাচনে এই কেন্দ্রটিতে পিছিয়ে তৃণমূল। তাই এই কেন্দ্রটিকে পুনরুদ্ধার করতে মরিয়া তৃণমূল। মঙ্গল বার মাথাভাঙ্গা বিধান সভা কেন্দ্রের প্রার্থী গিরিন্দ্র নাথ বর্মনের সমর্থনে লতাপাতা গুমানী হাট প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জন সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভার শুরুতেই রাজবংশীদের নারায়ণী সেনা নিয়ে মোদিকে এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ডকিউমেন্ট সহ চ্যালেঞ্জ করে বলেন মোদি, অমিত শা মিথ্যা কথা বলছেন। তিনি বলেন রাইট টু ইনফরমেশন করে জানতে চাওয়া হয়েছে নারায়ণী সেনা আদতে স্বরাষ্ট্র মন্ত্রকে আছে কি না। উত্তরে জানানো হয়েছে নেই। নারায়ণী সেনা নিয়ে মিথ্যা প্রচার করছে বিজেপি। এই প্রসঙ্গে মোদিকে মিথ্যাবাদী দুঃশাসন বলে কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর । সঙ্গে কেন্দ্রীয় সেনাকে ব্যবহারের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। এমনকি সিআরপিএফ যদি ভয় দেখায় মা বোনদের হাতা খুন্তি নিয়ে প্রতিবাদের কথাও বলেন তিনি। ফ্রি তে রেশন,ফ্রি তে স্বাস্থ্য সবই ফ্রিতে পেতে আমাকে ভোট দিন এ ছাড়াও ভবিষ্যতে ছাত্র ছাত্রীদের জন্য কোনো গ্রানটার ছাড়াই ১০ লক্ষ ঋণ পড়াশোনার জন্য সঙ্গে রাজ্য সরকারের বিবিধ প্রকল্পের কথা বলে ভোটের আবেদন রাখেন মুখ্যমন্ত্রী। বিজেপির সব নেতা এখন বাংলায় এসেছে, বলছে আমাকে হারাবে। আমাকে হারানো অত সোজা নয়। জীবনে যতদিন শরীরে রক্ত আছে বাংলাকে দখল করতে দেবনা। আমি হলাম রয়েল বেঙ্গল টাইগার এমনি হুংকার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন মুখ্যমন্ত্রীর জনসভাকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মত। গুমানী হাটের সভা শেষ করে মেখলিগঞ্জে সভা করার উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী বলে প্রশাসন সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *