আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পরিদর্শনে আসলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি
ময়নাগুড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় গত ২ আগষ্ট থেকে গোটা রাজ্যে প্রতিটি বুথে বুথে শুরু করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান নামক কর্মসূচি। সেই কর্মসূচি ইতিমধ্যেই রাজ্যে সফল ভাবেই চলছে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকেও সেই কর্মসূচি করা হচ্ছে। এবার সেই শিবির খতিয়ে দেখতে বুধবার ময়নাগুড়ি আসলেন রাজ্যের খাদ্য দফতরের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। এদিন ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি গ্রাম পঞ্চায়েতের বোলোরহাট বিএফপি স্কুলে অনুষ্ঠিত হওয়া আমাদের পাড়া আমাদের সমাধানের শিবির পরিদর্শন করেন মন্ত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক, শামা পারভিন, পুলিশ সুপার খান্ড বহলে উমেশ গণপত, জেলা পরিষদের সদস্য মহুয়া গোপ সহ অন্যান্যরা। এদিন মন্ত্রীকে দেশী বাজনার তালে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি মানুষদের সাথে কথা বলেন মন্ত্রী। তাদের সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস দিয়েছেন খাদ্য দফতরের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি।
